spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আরো ২০টি পেশায় বিদেশি নিয়োগ নিষিদ্ধ করেছে সৌদি

সৌদিআরবে আবারো ২০ টি পেশায় সৌদিকরণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে এবার হসপিটালিটি ও টুরিজম সেক্টরের নতুন করে আরো বিশটি পেশায় শতভাগ সৌদিকরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। তিনটি ধাপে যা আগামী ১৮ মাসের মধ্যে কার্যকর করা হবে। তিন তারকা, থ্রি স্টার বা তদুর্ধ হোটেল, রিসোর্ট এবং হোটেল জাতীয় কর্মস্থলে। এই সিদ্ধান্তের ফলে রিজার্ভেশন ক্রয়, মার্কেটিং এবং ফ্রন্ট ডেস্ক, হোটেল ডেপুটি ম্যানেজার, আইটি প্রশাসনের সহকারী প্রধান, প্রশাসন পরিচালক ও বিক্রয় প্রশাসনের সহকারী পরিচালক, বিক্রয় প্রতিনিধি এবং বিক্রয় ব্যবস্থাপক, ফিটনেস ক্লাব সুপারভাইজার, হোটেল পাবলিক সার্ভিস সুপারভাইজার, পণ্য ক্লার্ক, গ্রহণ, রুম সার্ভিস অর্ডার ক্লার্ক, রেস্টুরেন্ট বা ক্যাফে ওয়েটার, পর্যটন অনুসন্ধান ক্লার্ক, নির্বাহী সচিব, সাধারণ প্রশাসনিক ক্লার্ক, প্রশাসনিক কর্মচারী এবং প্রশাসনিক সমন্বয়কারী, খাদ্য ও পানীয় সুপারভাইজার, রুম সার্ভিস সুপারভাইজার, এবং লন্ড্রি সুপারভাইজার পেশা সমূহে আর কোন বিদেশি কাজ করতে পারবে না।
এসব পেশায় নন সাউদি নিয়োগ ও ট্রান্সফার নিষিদ্ধ করা হয়েছে বলে ইতিমধ্যে সংবাদ মাধ্যম সৌদি গ্রেজেট সূএে জানায়।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss