spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কমেডি ছবির জন্য অক্ষয়ের পারিশ্রমিক ১০০ কোটি রুপি

অক্ষয় কুমারের ছবি মানেই কমেডিতে ভরপুর। সেই সঙ্গে নিজের অভিনীত ছবির মাধ্যমে দর্শকদের নানা সচেতনামূলক বার্তাও দিয়ে থাকেন বলিউডের এই তারকা।

গত বছর এই খিলাড়ি তারকার ৬টি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যার প্রতিটিই ১০০ কোটির ব্যবসা করেছে। আবার কোনটি তো তারও বেশি।

এ বছর করোনা পরিস্থিতির কারণে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’ মুক্তি পেলেও, তিনি আগামী বছরের সকল কাজ এরইমধ্যে গুছিয়ে নিতে শুরু করেছেন।

চমকপ্রদ তথ্য হলো- ৫৩ বছর বয়সী এই তারকা তার পারিশ্রমিকের পরিমাণেও সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

শোনা যাচ্ছে- আসন্ন কমেডি ছবির জন্য নাকি ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ‘পতি পত্নী অউর ওহ’ ছবির পরিচালক মুদাসসার আজিজের পরিচালনায় একটি কমেডি ছবিতে অভিনয় করবেন অক্ষয়। ছবিটি প্রযোজনা করবেন জ্যাকি ভাগনানি।

ক’দিন আগেই জ্যাকির প্রযোজনায় ‘বেল বটম’ ছবির কাজ শেষ করেছেন অক্ষয়। সেই ছবির সেটেই নাকি নতুন কমেডি ছবির চিত্রনাট্য বলিউডের এই অভিনেতাকে পড়ে শোনানো হয়েছিলো। চিত্রনাট্য শুনেই তাতে অভিনয়ের জন্য রাজি হন অক্ষয়। আর এই ছবির জন্যই নাকি ১০০ কোটি রুপি পেতে চলেছেন তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss