spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আবার বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ২৪২

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ১ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডিতে ১৪ জন, চমেক ল্যাবে ৫৯ জন এবং সিভাসু ল্যাবে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩টি নমুনা পরীক্ষা করে ৫০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

আরো পড়ুন: চবির ভবন নির্মাণে জালিয়াতি, জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলা

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৪২ জনের। এরমধ্যে ২০০ জন নগরীর এবং ৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss