spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাত্র ৩০ সেকেন্ডে করোনা ভাইরাস ধ্বংস করবে মাউথওয়াশ!

মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে করোনার মতো জীবাণু ধ্বংসের একটি মাউথওয়াশ বাংলাদেশের বাজারে আনার কথা জানিয়েছে ইউনিলিভার। এই পণ্যটি ভারতের বাজারে সামনের মাসেই পাওয়া যাবে। বাংলাদেশ সরকার দ্রুত অনুমতি দিলে তারপর দিনক্ষণ ঠিক করা হবে।

ইউনিলিভারের পক্ষে জানানো হয়েছে এই নতুন মাউথওয়াশে ব্যবহৃত হয়েছে সিপিসি টেকনোলজি। ব্যবহার করা হয়েছে একেবারে নতুন ফর্মুলা।

কর্মকর্তারা বলেছেন, ‘এই মাউথওয়াশ মোটেই কভিড -১৯ এর কোনো চিকিৎসা নয় বা একে ছড়াতেও বাধা দেয় না। কিন্তু মুখ ও গলায় অবস্থিত করোনা ভাইরাসকে এটি মারতে করতে সক্ষম।’

মাউথওয়াশটির ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ইউনিলিভার জানাচ্ছে, মুখে ভাইরাসের সংখ্যা কমলে তার বিস্তারও কমবে। তাদের মতে, হাত বারবার ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা কিংবা মাস্ক পরার পাশাপাশি মাউথওয়াশের ব্যবহারও ভাইরাসটির হাত থেকে বাঁচতে সুবিধা হবে।

সংস্থার ‘ওরাল কেয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান জি রবার্টসের কথায়, ‘এখনো পর্যন্ত হওয়া পরীক্ষার ভিত্তিতে বলতে পারি, এই নতুন মাউথওয়াশ মুখের মধ্যে অবস্থিত করোনা ভাইরাসের বিরুদ্ধে দারুণ কার্যকর। নতুন ফর্মুলায় তৈরি এই মাউথওয়াশ নিয়ে গবেষণার ফলাফল আমরা সারা বিশ্বকে জানিয়েছি।’

বাংলাদেশের বাজারে দ্রুত পণ্যটি ছাড়ার অনুমোদন চেয়ে আবেদন করেছে কোম্পানিটি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss