পিছিয়ে গেল শাহরুখ খানের আসন্ন ‘পাঠান’ ছবির মুক্তির দিন। ২০২১ সালে এই ছবি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে।
উল্লেখ্য, এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন বাদে বড়পর্দায় ফিরছেন কিং খান। পাশাপাশি এই ছবির ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। গতবছর এই ছবির শুটিং মুম্বাইতে শুরু হয়। বর্তমানে দুবাইতে চলছে এই ছবির শুটিং।
আরো পড়ুন: ‘অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন শামসুজ্জামান’
উল্লেখ্য, ‘পাঠান’ ছবিতে একটি অ্যাকশনের দৃশ্যে দেখা যাবে সালমান খানকে। শাহরুখ, সালমানের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামকেও। যশরাজ ফিল্মস প্রযোজনার অন্তর্গত এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
চস/স