spot_img

১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস দোকানে, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে পড়লে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের আহমেদ উল্লাহর ছেলে ফখরুল ইসলাম শাওন (১৯) ও মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের তেমুহনী গ্রামের সিদ্দিক আহমদের ছেলে কামাল উদ্দিন (৬৫)।

আহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার চরশাহী দিকারী গ্রামের নুরুন নবীর ছেলে নুরুল করিম হৃদয় (২২), মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের মাওলানা শহীদুল ইসলাম (৪০) ও বাঁশখালী গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক ইলিয়াস হোসাইন (৩৫)।

আরো পড়ুন: সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, সন্ধ্যা ৭টার দিকে সোনাগাজী থেকে জোরারগঞ্জগামী মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১১-৪১২৬) মুহুরী প্রজেক্ট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম রাজুর কুলিং কর্নার নামের দোকানে ঢুকে পড়লে সেখানে বসে থাকা তিনজনসহ মোট ৫ জন আহত হন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মস্তাননগর হাসপাতালে ফখরুল ইসলাম শাওন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কামাল উদ্দিন মারা যান।

আশঙ্কাজনক অবস্থায় বাকিরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss