spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদিজা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (২০ মে) ভোররাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা ওই এলাকার বাসিন্দা ও প্রবাসী মো. ইছার স্ত্রী।

নিহতের পরিবারের অভিযোগ, একই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) তাদের বাড়িতে কিছুদিন আগে কাজ করেছিলেন। কাজ শেষে মজুরি নিয়ে তার সঙ্গে খাদিজার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মানিক তার সহযোগীদের নিয়ে খাদিজাকে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মানিক মিয়াসহ কয়েকজন মিলে ওই গৃহবধূকে খুন করেছে বলে শুনেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss