spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিষপানে আকবরশাহে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আকবরশাহে পারিবারিক কলহের জেরে বিষপানে মো. শাওন (১৮) এক তরুণের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ৯ টায় পুলিশ বিট শহীদ মিনারের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। মৃত মো. শাওন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বলশিদ গ্রামের শাহ আলমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শাওন ওয়ার্কশপে কাজ করত। গত মাস খানেক আগে থেকে সে কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে আজ পরিবার বকাঝকা করলে শাওন বিষপান করে। পরে মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন জানান, পারিবারিক কলহের জেরে আকবরশাহ এলাকার এক তরুণ মো. শাওন বিষপান করে। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss