করোনার পর মুশফিকের ব্যাটে দেখা যায়নি বড় ইনিংস। ওই সম্ভাবনাটা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালোভাবেই জাগিয়েছিলেন তিন। ফিফটির পর ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু সেটা আর পাওয়া হলো না। ৪ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৮৪ রানে সাজঘরে ফেরত গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লাকসান সান্দাকানের বলে ক্যাচ তুলে দিয়েছেন ইসুরু উদানার হাতে।
এই রির্পোট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৫ রান। বাংরাদেশ দলের হাতে বাকি আছে ৫ ওভার।
চস/আজহার