spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডিপিএল

টানা ৩ হারের পর জয় পেল রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৮-১৯ মৌসুমের রানার আপ লিজেন্ড অব রূপগঞ্জ। গত আসরে শিরোপার খুব কাছে গিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরা হয়নি। এবার শুরু থেকেই বিবর্ণ নারায়ণগঞ্জের দলটি। রূপগঞ্জের হয়ে ব্যাটে-বলে আলো ছড়াতে পারছেন না সাব্বির রহমান, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, মুক্তার আলীরা। টুর্নামেন্টে টানা ৩ ম্যাচ হারের পর আজ (মঙ্গলবার) বোলারদের নৈপুণ্যে প্রথম জয় পেল রূপগঞ্জ।

মিরপুরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ওভার কমে নেনে আসে ১২ ওভারে। যেখানে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ৮১ রান তোলে রূপগঞ্জ। টি-টোয়েন্টি ফরম্যাটে ৭২ বলে ৮৭ রানের টার্গেটের ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাটিং ব্যর্থতায় তাদের ইনিংস থামে ৬৭ রানে। ফলে ১৪ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিজেন্ড অব রূপগঞ্জ।

রূপগঞ্জের হয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। টুর্নামেন্টে নিজের খেলা আগের তিন ম্যাচে রানের দেখা পেয়েও ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ফেরেন ২৩, ২৩ ও ১৮ রানে। এই ম্যাচেও একই পরিণতি। তার ব্যাট থেকে আসে ১৬ রান। ছয় নম্বর নেমে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার সানজামুল ইসলাম। ১৭ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

মেহেদী মারুফ (১), সোহাগ গাজী (১৩) আউট হওয়ার পর অধিনায়ক নাঈম ইসলামের অপরাজিত ১৮ রানের কল্যাণে ১২ ওভার শেষে স্কোর বোর্ডে ৮১ রানের পুঁজি পায় রূপগঞ্জ। শাইনপুকুরের হয়ে বল হাতে ৩ উইকেট নেন পেসার সুমন খান।

৮২ রানের লক্ষ্য টপকাতে নামা শাইনপুকুরকে সুবিধা করতে দেয়নি রূপগঞ্জের বোলাররা। প্রথম ১৯ বলে ৫ রান তুলতেই শাইনপুকুরের ৪ উইকেট তুলে নেন নাবিল সামাদ, সানজামুলরা। দলীয় ২৫ রানে ৫ উইকেট হারানো শাইনপুকুর পরে আর ঘুরে দাড়াতে পারেনি। ১২ ওভার শেষে তাদের ইনিংস থামে ৬৭ রানে।

১৪ রানে হারা ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন শাইনপুকুরে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। রবিউল অপরাজিত থাকেন ১৫ রানে। রূপগঞ্জের হয়ে ২ ওভার বল করে মাত্র ১ রান খরচ কর ৩ উইকেট তুলে নেন নাবিল সামাদ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss