spot_img

১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শতাধিক পাসপোর্টসহ অমির ২ সহযোগী গ্রেপ্তার

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগীকে ১০২ পাসপোর্টসহ রাজধানীর দক্ষিণখান এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বাছির ও মশিউর মিয়া।

ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। মঙ্গলবার রাতে ঢাকা জেলা পুলিশ তাদের আটক করে। আটকের পর ঢাকা জেলা পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় পাসপোর্ট অ্যাক্টে আইনে মামলা করে। ওই মামলায় অমি ও তার দুই সহযোগী বাছির ও মশিউর মিয়াকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: আবু ত্ব-হা’র বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরো বলেন, দক্ষিণখান থানার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির হলেও এর পরিচালনার দায়িত্বে ছিলেন বাছির ও মশিউর মিয়া। তাদের মধ্যে একজন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যজন মার্কেটিং ডিরেক্টর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss