টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন। কারণ, তার সম্ভাব্য প্রতিপক্ষ ছিলেন ইসরায়েলের অ্যাথলেট। খবর বিবিসির।
জুডোর ৭৩ কেজির শ্রেণিতে বিশ্বের ৯ নম্বর তারকা নুরিন।
আগামী সোমবার প্রথম রাউন্ডে ম্যাটে নামার কথা ছিল তার। সেখানে তার প্রতিপক্ষ সুদানের মোহামেদ আবদালরাসুল। সে ম্যাচে জিতলে পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ইসরায়েলের তোহার বাটবাল।
আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেছেন, ফিলিস্তিনিকে রাজনৈতিক সমর্থনের জন্যই তিনি এমনটি করেছেন। এটাও জানিয়েছেন, তার এ সিদ্ধান্তই ‘চূড়ান্ত’।
অলিম্পিক থেকে সরে যাওয়া নুরিনের এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাটবালের সঙ্গে ম্যাচ পড়েছিল নুরিনের। সেবারও নাম কাটিয়ে নিয়েছিলেন নুরিন।
চস/আজহার