spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রতিপক্ষ ইসরায়েল হওয়ায় আলজেরিয়ান অ্যাথলেটের অলিম্পিক থেকে নাম প্রত্যাহার

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে  নিয়েছেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন। কারণ, তার সম্ভাব্য প্রতিপক্ষ ছিলেন ইসরায়েলের অ্যাথলেট। খবর বিবিসির।

জুডোর ৭৩ কেজির শ্রেণিতে বিশ্বের ৯ নম্বর তারকা নুরিন।

আগামী সোমবার প্রথম রাউন্ডে ম্যাটে নামার কথা ছিল তার। সেখানে তার প্রতিপক্ষ সুদানের মোহামেদ আবদালরাসুল। সে ম্যাচে জিতলে পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ইসরায়েলের তোহার বাটবাল।

আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেছেন, ফিলিস্তিনিকে রাজনৈতিক সমর্থনের জন্যই তিনি এমনটি করেছেন।  এটাও জানিয়েছেন, তার এ সিদ্ধান্তই ‘চূড়ান্ত’।

অলিম্পিক থেকে সরে যাওয়া নুরিনের এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাটবালের সঙ্গে ম্যাচ পড়েছিল নুরিনের। সেবারও নাম কাটিয়ে নিয়েছিলেন নুরিন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss