কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।
অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে।
মো. শামসৌদ্দজা নয়ন বলেন, বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছে। এ সময় পানিতে ডুবে আরও এক শিশু মারা গেছে। পাহাড় ধসে নিহতদের অধিকাংশই শিশু। তাদের পরিচয় নিশ্চিত হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।
স্থানীয়রা বলছে, গত দুইদিন ভারি বর্ষণের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
চস/আজহার