spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদগাঁওর সাথে ঈদগড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঈদগাঁও উপজেলার সাথে পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা দুদিনের ভারী বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে ঈদগাঁও নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির এ অস্বাভাবিক চাপে ২৮ জুলাই ( বুধবার) সকাল ১০টার দিকে সড়কের ইদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক পয়েন্টটি আকস্মিকভাবে ভেঙ্গে যায়। ইদগড়ের বাসিন্দা জানে আলম জানান, রাস্তাটির প্রায় ১শ ফুট মত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ঈদগাঁওর সাথে ইদগড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঈদগড়ের ব্যবসায়ী জাফর আলম জানান, ঈদগাঁওর সাথে ইদগড়ের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাস্তার উভয় পাশে যাত্রী ও পন্যবাহী যানবাহন আটকা পড়ে আছে।

সবজি বিক্রেতা আবদুল কাইউম জুয়েল জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঈদগড় বাইশারীর পাহাড়ী এলাকায় উৎপাদিত সবজি ঈদগাঁও বাজারে সরবরাহ করা যাচ্ছেনা।

কলার আড়তদার হামিদ সিকদার বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প পথে বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু হয়ে কলা পরিবহন করতে হবে। এর ফলে কয়েকগুন বেশী পরিবহন খরচ পড়বে।

ঈদগাঁও-সড়কের সিএনজি বেবিট্যাক্সি চালক নাগেন শর্মা বলেন, গত কয়েকবছর ধরে খরস্রোতা ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙ্গন প্রতিরোধ অথবা নদী শাসনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেল।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, এ সড়কটি পার্বত্য চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন।
খোঁজ খবর নিয়ে যোগাযোগ ব্যবস্হা স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss