spot_img

৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউটিউবে মায়াবতী

আগামী ১৩ সেপ্টেম্বর পর্দায় আসছে নূসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটি। সারাদেশে মুক্তি পাবে ‘মায়াবতী’ সিনেমাটি। এর আগে প্রকাশ করা হলো চলচ্চিত্রটির ট্রেলার। গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ২ মিনিট ৩৬ সেকেন্ডের এ ট্রেলারে ইঙ্গিত দেওয়া হয়েছে ছবিটির গল্পের। যেখানে একটি সাধারণ মেয়ে মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে ওঠার কাহিনি উঠে আসবে। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। পরিচালক জানান, ‘ওমেন ট্রাফিকিং’-এর মতো বিষয়কে ঘিরে এর চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেডলাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সাথে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সাথে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর ছবি ‘মায়াবতী’। মায়া চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ট্রেলারের সংলাপেও তিশা বলেন কীভাবে তিনি মায়া থেকে প্রিন্সেস মায়া হয়ে উঠলেন! এতে তিশার বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও আছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss