spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় ৭ মৃত্যু, শনাক্ত ২৩০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ২ জন নগরের আর বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৮ জনে দাঁড়িয়েছে। তারমধ্যে ৬৪৯ জন নগরের আর ৪৭৯ জন উপজেলার বাসিন্দা।

এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৩০ জন করোনা রোগী। এদের মধ্যে ১৬৩ জন নগরের আর ৬৭ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ৪৪ জনে এসে দাঁড়িয়েছে। তারমধ্যে ৬৯ হাজার ৭৭৫ জন নগরের আর ২৫ হাজার ২৬৯ জন উপজেলার বাসিন্দা।

রোববার (১৫ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ১ হাজার ৭৮৩ জনের নমুনা পরীক্ষা হয়। তাতে ২৩০ জনের ফলাফল পজিটিভ আসে।

আরো পড়ুন: হবিগঞ্জে কার্ভাড ভ্যানের চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

গত ২৪ ঘণ্টায় ১৪ উপজেলায় শনাক্ত হয়েছে ৬৭ জন। তারমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বোয়ালখালী উপজেলায়। যেখানে ২৪ ঘণ্টায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss