spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তরুণ লেখকদের বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতে হবে : জবি উপাচার্য

বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামিলীগ ২১ বছর ক্ষমতার বাহিরে ছিল। ওই সময়টায় যত রকম মিথ্যা তথ্য দিয়ে বঙ্গবন্ধুকে, আওয়ামীলীগকে এবং স্বাধীনতা যুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। তরুণ প্রজন্মের লেখকদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শের সত্যতাকে লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

সোমবার (১৬ই আগস্ট) রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত, ‘বাঙালি জাতির শোকের ৪৬ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ইমদাদুল হক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে ছিলেন মাত্র ৫৫ বছর। এর মধ্যে রাজনৈতিক যে জীবন, তার অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। তাঁর সারাজীবন শুধু জনগণের কল্যাণে ব্যস্ত ছিলেন। এখন জাতির জনকের কন্যা, জননেত্রী শেখ হাসিনা করোনার মধ্যেও নিরলসভাবে, সারাদিন-রাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে এখন রোল মডেল বলা হয়৷ কিন্তু এখনো এসব উন্নয়নকে থামিয়ে দেয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে’।

এসময় তিনি তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণ লেখকদের তাদের লেখনির মাধ্যমে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। তরুণরা জাতির ভবিষ্যত। তাদের প্রথম কাজ হচ্ছে সত্য উদঘাটন করা এবং তা তুলে ধরা। যাতে করে তরুণ প্রজন্ম বিভ্রান্ত না হয়’।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী পাঠ করলে দেখা যায়, তাঁর সাথে সাংবাদিকদের হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল। আমরা যারা লেখক, লেখালেখির সাথে যুক্ত আছি, তাদের বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করতে হবে, চিন্তা-চেতনা লালন করে এগিয়ে যেতে হবে’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রায়হান রিয়াজ তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি শাখার সভাপতি ইসরাফিল আলম রাফিল এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন।

এসময় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, দৈনিক মানবকন্ঠের সহযোগী সম্পাদক ও কলামিস্ট দীপংকর গৌতম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss