বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২১-২২ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাবি শাখার সভাপতি ওবায়দুল হক ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম দুখু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
এর আগে ৯ আগস্ট ২০২১- ২২ বর্ষের জন্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. ওবায়দুল হককে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. খাইরুল ইসলাম দুখুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আহমেদ রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশফিক রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক মো. বিপ্লব আলী, অর্থ সম্পাদক নাজমুন নাহার জেমি, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত, উপ দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, সাহিত্য ও প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, প্রশিক্ষণ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অজিত মনি দাস।
চস/আজহার