আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিলের আগে পদত্যাগ করবেন কি না—সেটি স্পষ্ট করে জানালেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দুটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন। এ সময় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি নির্বাচন করব, এটি নিশ্চিত। তবে কোথা থেকে বা কোন দল থেকে করব—তা পরে জানাব।”
তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে। আমাকে উর্ধ্বতন নির্দেশনা অনুসরণ করতে হয়, তাই এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।”
চস/স


