জিয়ার মাজারে ডিএনএ টেস্ট করে যদি তাঁর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেখানে জিয়ার কোনো বডি নাই।
সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ থাকা-না থাকা নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠে আসে এই আলোচনায়ও। আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা শুধু (বঙ্গবন্ধুর) আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে পেরেছি। কিন্তু নেপথ্যে যারা ছিলেন, তাঁদের খুঁজে বের করা হচ্ছে।’ তিনি বলেন, ‘বিএনপি জিয়ার লাশের খোঁজ পেয়েছেন। তাহলে ছবি কোথায়? জিয়া হত্যার নিন্দা জানাই। জিয়া রাষ্ট্রপতি ছিলেন। ব্যক্তি জিয়ার সঙ্গে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু প্রকৃত ইতিহাসের স্বার্থে এই সত্য সকলের জানা দরকার।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, জিয়াকে ২২টা গুলি করা হয়েছে। পোস্টমর্টেম করা হয়েছে। তিনি দেখেছেন। তাহলে অন্তত মুখের ছবি দেখান। জিয়ার লাশ পাওয়া যায় নাই। মানুষ ছিল, না কী ছিল—কেউ জানে না।’ বর্তমানে উন্নত প্রযুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ডিএনএ টেস্ট করে যদি জিয়ার মাজারে তাঁর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আমি চ্যালেঞ্জ করছি, সেখানে জিয়ার কোনো বডি নাই। ১০ বছর আগে থেকে সংসদে বলেছি ওখানে জিয়ার কবর নাই। যদি পাওয়া যায়, আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব।
চস/আজহার


