spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে মুন্না (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মুন্না বহদ্দারহাট গায়েবি মসজিদ এলাকার হারুন চেয়ারম্যানের বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টায় বহদ্দারহাট যমুনা ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে।
চাদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট যমুনা ব্যাংকের পিছনে একটি পরিত্যক্ত ভবনে অভিযান যায় পুলিশ। এসময় পুলিশ দেখে তিনজন মাদক বিক্রেতা পরিত্যক্ত একটি ভবন থেকে লাফ দেয়। এরমধ্যে দুজন পালাতে সক্ষম হলেও মুন্না নামের এক যুবক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ওই ভবন থেকে ৬২২ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে মারা যাওয়া মুন্নার বিরুদ্ধে থানায় কোন মাদকের মামলা ছিল কিনা তা জানাতে পারেননি ওসি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে রাখা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss