চট্টগ্রামের হালিশহরে গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, হালিশহরে গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, ‘গোডাউন বাজারে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গোডাউন বাজারে প্রায় ১৫০টি কাঁচা ঘর ছিল। এর মধ্যে আগুনে ৪৬টি ঘর পুড়ে গেছে। কাঁচাঘরের উপরে টিনের চালা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঁচাবাজার, মুদি দোকান ও কাপড়ের দোকান ছিল।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ বের করা হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সাইফুল নামের এক দোকানি বলেন, ‘আমার কাঁচামালের দোকান ছিল। আগুনে দোকানের সব পুড়ে গেছে।’
গোডাউন বাজারে কাপড়ের দোকান ছিল মাজেদা বেগমের। তিনি বলেন, ‘আগুনে আমাদের দোকানের সব পুড়ে গেছে। ধার করে দুই লাখ টাকার জিনিস কয়েকদিন আগে তুলেছিলাম। এখন আমার সবশেষ হয়ে গেছে।’
চস/আজহার
চস/আজহার


