spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ৮৫ মিনিটের প্রেসিডেন্ট কমলা

যুক্তরাষ্ট্রে ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন কমলা হ্যারিস। ৫৭ বছর বয়সী এই ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল। খবর বিবিসির

জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে বার্ষিক শারীরিক চিকিৎসা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার কোলোনোস্কপি করানো হয়। এর জন্য বাইডেনকে কিছুটা সময় অ্যানেস্থেসিয়ার প্রভাবে থাকতে হয়।

মার্কিন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আসন ফাঁকা রাখা যায় না। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় না থাকলে, ভাইস প্রেসিডেন্টকে তার আগে ক্ষমতা হস্তান্তর করতে হয়। ২০২০ সালে কমলা হ্যারিস, প্রথম মহিলা হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাই নিয়ম মেনে তিনিই শুক্রবার অল্প সময়ের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পান।

এর আগে আরও এক মার্কিন প্রেসিডেন্ট, কোলোনোস্কোপির জন্যই ভিপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ২০০২ এবং ২০০৭ সালে এই কাজ করতে দেখা গিয়েছিল জর্জ ডব্লিউ বুশকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss