spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বাস চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

চট্টগ্রামের নিউমার্কেট থেকে হাটহাজারী রুটের দ্রুতযান স্পেশাল সার্ভিসের চালক আবদুর রহিমকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮) নভেম্বর দিনগত রাত ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের চিহ্নিত করা হয়। পরে বাস চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন একই পরিবারের সদস্য। আজ বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এরআগে শনিবার রাতে নিহত বাস চালকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন।

নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে প্রচণ্ড মারধরের শিকার হন হাটহাজারী রুটের দ্রুতযান স্পেশাল সার্ভিসের আব্দুর রহিম। পরে ওইদিন রাত ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন সকালে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শ্রমিকরা।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss