spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফ্রিকা ফেরত দুই জনের খোঁজ মিলছে না চট্টগ্রামে

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে পাঁচজন চট্টগ্রামে এসেছেন। এর মধ্যে তিন জনের খোঁজ পাওয়া গেলেও দুই জনের খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, অফ্রিকা ফেরতদের দুই জন যে মোবাইল নম্বর দিয়েছেন তা ভুল দেখাচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই তাদের অবস্থান শনাক্ত করতে পারছি না। তবে তাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে দেওয়া দুই জনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। এদের মধ্যে এক জনের নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছে না এবং অপরজনের নম্বর ভুল বলছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, যে তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছে তাদের এক জনের ১৪ দিন হয়ে গেছে, বাকি এক জনের শুক্রবার (৩ ডিসেম্বর) ১৪ দিন হবে। আরেকজন ঢাকায় অবস্থান করছেন। তিনি ২০ নভেম্বর দেশে এসেছেন। তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি সুস্থ আছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব পোর্ট অব এন্ট্রিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে সবাইকে নিয়মিত মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, সামাজিক সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকা ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের শরীরে কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss