spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা শুরু করতে হবে’

সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করতে হবে। রাস্তায় কোনদিক থেকে হাঁটতে হবে, সেটাও শিক্ষণীয় বিষয়। আমি মনে করি, আমাদের প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের এই শিক্ষা দেওয়া একান্ত দরকার।’
বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের কথা আমরা বলছি। আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। আমাদের দেশের মানুষ যারা সড়কে চলাচল করেন, তারা সচেতন না। তাদের সচেতন হতে হবে। যারা রাস্তা পারাপার হবেন, তাদের ডানে-বামে সবদিক খেয়াল রেখে পার হতে হবে। আবার রাস্তায় যারা গাড়ি চালান, তাদেরও সচেতন হতে হবে। কারণ যানবাহনের অহেতুক প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনা হয়। তাই এই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। ৮২ ভাগের ওপর মানুষ দরিদ্রসীমার নিচে বাস করতো। জলপথই ভরসা ছিল, রাস্তাঘাট ছিলই না। শোষিত বঞ্চিত মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতেই তিনি দেশ স্বাধীন করেন এবং বিধ্বস্ত রেল সড়ক যোগাযোগ চালুর ব্যবস্থা করেন।’
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, ‘সৃজনশীল গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।’
কোনাবাড়ি, চন্দ্রা, কালিয়াকৈরসহ বেশকিছু ফ্লাইওভারের কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘২০টির মতো ফ্লাইওভার আন্ডার কন্সট্রাকশন।’ বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেটি প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত হয়ে যেন উপস্থাপন করেন সেই অনুরোধ করেন সেতুমন্ত্রী।
প্রধানমন্ত্রী এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কে বানার নদীর ওপর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেনের ফ্লাইওভার, মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে ১৩টি সেতু, পটিয়া বাইপাস সড়ক, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক উদ্বোধন করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss