spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আওয়ামী ও যুবলীগের ৯ নেতাকে বহিষ্কার

চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের আট জন ও যুবলীগের একজনসহ নয় জনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ অফিসে দলের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন– বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন, কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন নীরব মিয়া, টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, হাসাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মানিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল, সদস্য আসাদুজ্জামান বাবুল ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলা উদ্দিন সর্দার।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss