ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে মারা গেলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার।
রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘একজন প্রার্থীর মৃত্যু হয়েছে। তবে ভোটগ্রহণ যথারীতি চলবে। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইতোমধ্যে সকাল ৮ টা থেকে চলছে ভোটগ্রহণ।
জানা যায়, মনির উদ্দিন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চস/স