spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বামী গায়ক ইলিয়াসের শাস্তি চান নায়িকা সুবাহ

স্বামী ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করার পর ফের লাইভে এসেছেন নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। সেখানে স্বামীর বিরুদ্ধে সুবাহ অনেক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘ইলিয়াস আমাকে সন্দেহ করতো। আমাকে ছবির ডাবিংয়ে যেতে বাধা দিতো। গালিগালাজ করতো, পতিতা বলতো।’ তারপরও ইলিয়াসের সঙ্গে এখনো সংসার করতো চান সুবাহ। তবে তার আগে স্বামীর বিচার চান তিনি।

গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। একমাস না যেতেই তাদের সংসার ভাঙার খবর সংবাদমাধ্যমে এসেছে। ইলিয়াস সুবাহর বিরুদ্ধে জিডি করেছেন। তার ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেছেন সুবাহ। মঙ্গলবার লাইভে এসে মডেল-অভিনেত্রী সুবাহ অভিযোগ করেন, ‘ইলিয়াসের নির্যাতনের শিকার হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু স্বামী হওয়া সত্ত্বেও ইলিয়াস তাকে দেখতে আসেনি।’

সুবাহ বলেন, ‘সে ভেবেছিল আমার অনেক টাকা। এজন্য সে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পরে যখন জানলো টাকা নাই, তখন আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিতো। বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো।’
এত নির্যাতন সহ্য করার পরও ইলিয়াসের সঙ্গে ‘নুন খেয়ে হলেও সংসার করতে চান’ বলে জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘কোনো মেয়েই চাইবে না তার সংসারটা ভাঙুক। আমার অতীত জেনে শুনে ইলিয়াস আমাকে বিয়ে করেছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপর সংসার।’

সুবাহর করা মামলার বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগে ৩ জানুয়ারি দিবাগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ। মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss