কক্সবাজারের চকরিয়ায় পৌর শহরের বিভিন্ন ওষুধ ফার্মেসীতে প্রশাসন ও র্যাব ১৫-এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিবন্ধনবিহীন, নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ ফার্মেসীকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চকরিয়া সরকারি হাসপাতাল সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান এ অভিযান পরিচালনা করেন।
র্যাব সূত্রে জানা গেছে, চকরিয়া সরকারি হাসপাতাল সড়ক এলাকায় ৪টি ফার্মেসীতে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ওমেয়াদ উত্তীর্ণ ওষুধ, অনুমোদনহীন ভেক্সিন, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট উদ্ধার করে জব্দ করা হয়। পরে অভিযানে ভ্রাম্যমাণ আদালত শাহ আমিন ফার্মেসীকে দেড় লাখ টাকা, আর এস মেডিকোকে ৩০ হাজার টাকা, আর এস ফার্মেসী এন্ড ভেটেরিনারিকে ৫০ হাজার টাকা ও শাহ আকতারিয়া ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান বলেন, অভিযান পরিচালনার সময় যে সমস্ত ফার্মেসী থেকে নিবন্ধনবিহীন, নিষিদ্ধ ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছিল তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
অভিযানে কক্সবাজার ড্রাগ সুপার, র্যাব-১৫ এর উর্ধ্বতন কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চস/আজহার