spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চকরিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. নয়ন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরশহরের চিংড়ি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়ন চকরিয়া পৌরশহরের নামার চিরিঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমানের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, নয়নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামি দেখিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss