spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মো. শিবলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবলী আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামের মো. জারু মিয়ার ছেলে।
তারাগন গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম মুন্না বলেন, শিবলীর মানসিক সমস্যা ছিল। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। রোববার সকালে শিবলী দেবগ্রাম এলাকায় রেললাইনে গিয়ে আত্মহত্যা করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, ওই যুবক বিজয়নগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss