নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বাংলায় সাইনবোর্ড না লেখা ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ দোকানকে ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা আদায় করেন।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চকবাজারেরে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ৭০ হাজার, কেনটাকী রেস্টুরেন্টকে ৪০ হাজার, ঝাল বিতানকে ২৫ হাজার, চট্টগ্রাম মেডিকেলের ৩য় শ্রেণির স্টাফ ক্যান্টিনকে ৪৫ হাজার, ডিলাক্স বেকারিকে ৫ হাজার এবং বাংলায় সাইনবোর্ড না লেখায় ইউনি কেয়ার হেলথ সেন্টারকে ৫ হাজার, ফুটপাত দখল করে ব্যবসা করায় ৪ দোকানকে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও সিএমপি পুলিশ সহযোগিতা করেন।
চস/আজহার


