নগরের কোতোয়ালীর হেমসেন লেন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সেতু মিত্র তালুকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেতু মিত্র রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি পুলিশে যোগ দেন।
আরও পড়ুন:- সিইউজে’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চবিসাসের
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতু মিত্র। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর গাড়ির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটিও।
চস/আজহার


