সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত ড. জয়নুল আবেদীন বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে অত্র বিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি পাঠাগার উদ্বোধন করা হয়। এরপর ‘আমাদের সুজানগর’ এর পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান এবং ভাষা আন্দোলনের উপর কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর তথা পাবনার কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন স্যার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, গল্পকার শফিক নহোর ও আমাদের সুজানগর এর সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আলতাব হোসেন। উপস্থাপনায় ছিলেন শিক্ষক আখতারুজ্জামান।
চস/আজহার