শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আজই আপিল করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করা হবে।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজই আমরা আপিল ফাইল করবো। প্রস্তুতি প্রায় শেষের দিকে।
এদিকে গতকাল বুধবার ২ মার্চ চলচিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের এ রায়ের ফলে জায়েদ খানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাঁধা নেই।
চস/আজহার


