spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মস্কোতে বৈঠক করলেন পুতিন-বেনেট

ইউক্রেনে ও রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, পুতিন আর বেনেটের মধ্য রাশিয়ার মস্কোতে বৈঠক হয়েছে। তবে বিস্তারিত কোনকিছুই তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মস্কোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষ করেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে এই দুই বিশ্বনেতার মধ্যে।’

গত ২৪ ফেব্রুয়ারি থেকে উক্রেনে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়াও প্রায় ১০ লাখের উপর মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলেও জানা যায়। রুশ বাহিনী ইতোমধ্যেই ইউক্রেনের কয়েকটি শহরের পাশাপাশি দেশটির তথা ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী।

এদিকে, শনিবার রাশিয়া ইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও পরে আবার তারা সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

চলমান যুদ্ধ বন্ধ নিয়ে এর আগে দুই দফা বৈঠকে বসেছে এই রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে বেলারুশের সীমান্তবর্তী এলাকায় হওয়া ঐ দুই বৈঠকে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss