নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় হেমসেন লেনের মুখে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান কাউন্সিলর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৬ মার্চ) রাত ১১ টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, চেরাগী পাহাড় চসিকের ২১ নম্বর জামালখান কাউন্সিলর অফিসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। অগ্নিকাণ্ডে কোন হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
চস/আজহার


