spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনকে ৭০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় বিভিন্ন শহরে সামরিক ও বেসামরিক মানুষসহ শিশুরা নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর পাশাপাশি দেশটির নাগরিকেরা ভুগছেন চিকিৎসা, খাদ্য ও অর্থ সংকটে। এর মধ্যেই ইউক্রেনকে ৭০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক।

ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে এ অর্থ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড এ প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন এবং এর প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।

এদিকে, ইউক্রেন শর্তের একটি তালিকা মেনে নিলে ‘এক মুহূর্তেই’ সেখানে সামরিক অভিযান বন্ধ করে দিতে রাশিয়া প্রস্তুত বলে জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেছেন।

রাশিয়ার শর্ত বা দাবিদাওয়াগুলো তুলে ধরে দিমিত্রি বলেন, ‘মস্কো চায় ইউক্রেন সামরিক তৎপরতা বন্ধ করুক, নিরপেক্ষতা রক্ষার জন্য সংবিধান পরিবর্তন করুক, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করে নিক এবং দোনেৎস্ক ও লুহানস্ক বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক।’

পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইউক্রেন শর্তগুলো সম্পর্কে জানে। তাঁদের বলা হয়েছে, এসব শর্ত পূরণ করলে এ মুহূর্তেই রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হতে পারে।’

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss