spot_img

১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক ডিপো কেন, তদন্ত চান সংসদ সদস্য

সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে দিদারুল আলম এসব কথা বলেন।

ডিপোর আশপাশের এলাকার পরিস্থিতি ও বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য দিদারুল বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় তদন্তে কমিটি করা হচ্ছে বলেও জানান সংসদ সদস্য দিদারুল।

আরও পড়ুন:- চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল

গতকাল রাতে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২–এ পৌঁছেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: প্রথম আলো

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss