spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী গাউছুল আজম (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

রবিবার (১২ জুন) ভোর ৩টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আগুন তার শ্বাসনালী পুড়ে যায়। গত ৫ জুন তাকে হেলিকপ্টারে করে গাউছুল আজমসহ সাত জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্রথমে আইসিইউতে নেওয়া হলেও, অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এ ঘটনায় মোট ২১ জন রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। যার মধ্যে একজন মারা গেলেন।’

এর আগে ৪ জুন সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।

উল্লেখ্য, নিহত গাউছুল আজমের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss