বিয়ের দু’মাস পরই সুখবর দিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট । তাদের ঘর আলো করে আসছে সন্তান।
সোমবার (২৭ জুন) আলিয়া নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।
রণবীর-আলিয়ার এই সুখবরে মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। পোস্ট দেওয়ার মাত্র ৪০ মিনিটে আলিয়ার পোস্টে প্রায় ১০ লাখ রিঅ্যাকশন এসেছে। আর হাজার হাজার মন্তব্যে সবাই শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন দম্পতির প্রতি।
ইনস্টা অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। একটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। তার পাশে বসে আছেন রণবীর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন আল্ট্রাসনোগ্রাফির মনিটরে। ছবির ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘আমাদের সন্তান আসছে। খুব শিগগিরই’।
চস/স


