spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চেলসি থেকে ধারে ইন্টার মিলানে লুকাকু

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান থেকে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে এক বছর আগে যোগ দিয়েছিলেন রোমেলু লুকাকু। ইংলিশ ক্লাবে দ্বিতীয়বার যোগ দিয়ে খুব একটা ভালো কাটেনি তাঁর। ঠিক এক বছর পর চেলসি থেকে ধারে সেই ইন্টার মিলানেই ফিরেছেন বেলজিয়ামের এই স্ট্রাইকার।

ইন্টার প্রাথমিক ৮ মিলিয়ন ইউরো এবং ধারের জন্য সম্ভাব্য তিন মিলিয়ন দেবে লুকাকুকে। চেলসি এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

লুকাকু ইন্টারের টিভি চ্যানেলকে বলেন, ‘এটি সত্যিই ভালোলাগার। ইন্টার আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আশা করি এখনে আমি আগের চেয়ে আরও ভালো করতে পারব। আমি যখন ইংল্যান্ডে চলে যাই তখন আমি আমার বাড়ি ছেড়ে দেইনি।’

গতকাল বুধবার (২৯ জুন) ভোরে মিলানের বিমানবন্দরে সাংবাদিকদের লুকাকু বলেছিলেন, তিনি ইন্টারে ফিরে যেতে পেরে খুব খুশি। বিকেলে ডাক্তারি পরীক্ষার পর তাঁকে বেশ আনন্দিত মনে হয়ে ছিল।

লুকাকু গত গ্রীষ্মে ইন্টার থেকে ৯৭.৫ মিলিয়ন ইউরোতে চেলসিতে দ্বিতীয়বার যোগ দিয়েছিলেন। সেখানে খুব একটা সাফল্য পাননি বলে ইন্টারে চলে যান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss