spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যৌন নিপীড়নের দায়ে মার্কিন গায়কের ৩০ বছর কারাদণ্ড

মার্কিন গায়ক রবার্ট সিলভেস্টার কেলি। তার গানের ভক্ত রয়েছে অসংখ্য। তবে এ গায়কের বিরুদ্ধে উঠেছে যৌনতার অভিযোগ।

তা প্রমাণিত হওয়ায় ৩০ বছরের জেল হয়েছে তার।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালত ৩০ বছরের এই কারাদণ্ড দিয়েছে । এর মধ্যে শেষ পাঁচ বছর প্যারোলে অর্থাৎ নির্বাহী আদেশে মুক্তি পাবেন কেলি।

এ রায় ২৯ জুন দেওয়া হয়েছে। জেলের পাশাপাশি গায়ককে ১ লাখ ডলার জরিমানাও করা হয়েছে।

তার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। গত বছরের সেপ্টেম্বরেই নিউইয়র্ক সিটি আদালতের বিচারক যৌন দাসত্বের উদ্দেশ্যে পাচার ও প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করেন তাকে। আরও আছে ৮টি অভিযোগ।তার বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে।

এদিকে কেলির আইনজীবী বলেছেন, এই শাস্তির বিরুদ্ধে আপিল করা হবে।

১৯৯২ সালে কেলির প্রথম অ্যালবাম ‘বর্ন ইনটু দ্য নাইনটিজ’ মুক্তি পায়। এ পর্যন্ত তার মুক্তি পায় ১৪টি অ্যালবাম। তবে ২০১৬ সালের পর আর অ্যালবাম বের হয়নি।

জনপ্রিয় এ গায়ক ৩ বার গ্র্যামি পুরস্কারও জিতেছেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss