spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যে অবসর নিলেন দুই ক্যারিবীয় তারকা

সোমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে ছিল মাত্র ৩১ বছর বয়সে স্টোকসের এ আকস্মিক অবসরের খবর।

স্টোকসের এ খবরের নিচে আড়াল হয়ে গেছে আরও ক্রিকেটারের অবসরের ঘোষণা। সোমবার ২৪ ঘণ্টার মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন ও মারকুটে ওপেনার লেন্ডল সিমন্স।

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি।

পরে সোমবার বাংলাদেশ সময় রাতে রামদিনের পথেই হাঁটেন সিমন্স। প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৭৬৩ রান করেছেন তিনি। রামদিনের মতো সিমন্সও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss