spot_img

৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দীর্ঘদিনের বান্ধবীকেই বিয়ে করলেন কামিন্স

দীর্ঘদিনের বান্ধবী বেকি বোস্টনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। সোমবার (১ আগস্ট) বিয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেছেন এই অজি পেসার নিজেই।

২০২০ সালের ফেব্রুয়ারিতে বোস্টনের সঙ্গে বাগদান সেরেছিলেন কামিন্স। বান্ধবীকে এক পিকনিক স্পটে নিয়ে গিয়ে শ্যাম্পেনের বোতল বের করে, হাঁটু গেড়ে বসে বলিউড স্টাইলে তাকে বিয়ের প্রস্তাব দেন। বাগদানের পরপরই বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলার কথা ছিল তাদের। তবে করোনার ধাক্কায় তা পিছিয়ে যায়।

এর মধ্যেই গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের আগমনের খবর জানান কামিন্স-বোস্টন দম্পতি। সে বছরের ৮ অক্টোবর তাদের ঘরে আসে এক পুত্রসন্তান।

জানা গেছে, বোস্টনের সঙ্গে কামিন্সের সম্পর্ক দীর্ঘদিনের। দুজনে একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। প্রথমে তারা ভাল বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকে ক্রমেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টায় বন্ধুত্ব প্রণয়ে রূপ নেয়। ২০১৪ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্যাট কামিন্স।

এদিকে গত বছরের নভেম্বর থেকে সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন কামিন্স। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম গতি তারকা হিসেবে পূর্ণকালীন টেস্ট অধিনায়ক তিনি। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ১৫৫ ম্যাচ খেলে ৩৬২ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss