spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফিফের ফিফটিতে দুই শ পেরোল বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ রক্ষার মিশনে খেলতে নেমে বেশ চাপেই পড়েছে বাংলাদেশ দল। এর মাঝেই লড়ে যাচ্ছেন আফিফ হোসেন। ইতোমধ্যে তুলে নিলেন ব্যক্তিগত অর্ধশতক। তাতেই দুই শ পেরিয়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ২১১ রান তুলেছে টাইগাররা।

এখন ৫০ রানে আফিফ হোসেন ও ২ রানে তাইজুল ইসলাম ব্যাট করছেন।

ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা সিকান্দার রাজা। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল খান। আউট হওয়ার আগে করেন ১৯ রান। পরের ওভারে শূন্যরানে সাজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ উইকেটে বড় জুটিতে দলকে চাপমুক্ত করার দায়িত্ব নেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন বিজয়। ব্যক্তিগত ইনিংসকে নিয়ে যাচ্ছিলেন শতকের পথে। কিন্তু ৭৬ রানে কটবিহাইন্ড হন তিনি। ৭১ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো।

এর কিছুক্ষণ পরেই আউট হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ব্যাট হাতে তুলেছেন ৬৯ বলে ৩৯ রান। আর মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ১৪ রান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss