সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রমও। এ কারণে আজ দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিনদিন পুঁজিবাজার বন্ধ থাকবে।
গতকাল লেনদেন বন্ধ থাকার বিষয়টি বিনিয়োগকারীদের জানিয়েছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের রোববার থেকে যথারীতি দেশের দুই স্টক এক্সচেঞ্জে আবার লেনদেন চালু হবে।
চস/আজহার