কক্সবাজারের টেকনাফে সীমান্তে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মো. হোসনের ছেলে মো. আইয়ুব(২৫)।
বুধবার দুপুর দেড় টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন। এসময় সেখানে ২ বিজিবি ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়াৎ কবীর উপস্থিত ছিলেন।
লে. কণের্ল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা চালান আসা বাড়ছে। বেশির ভাগ চালান ধরা পড়ছে না। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান থাকায় কারবারিরা ইয়াবার বড় চালানগুলো মাছ ধরার ট্রলারে করে সাগরপথে পাচার করছে। বেশিরভাগ চালান সাগরপথে কক্সবাজার, পতেঙ্গা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। তিনি আরও জানান, জোড়দার টহলের মধ্যেই মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে আটক করা হয়। এসময় আরও দু’জন পাচারকারী পালিয়ে যায়। পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ পিস ইয়াবা ভর্তি বস্তাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
চস/আজহার